Frequently Asked Questions (FAQ)
আপনি চাইলে ভিডিও রেকর্ড করে ইমো, হোয়াটসএপ অথবা ভাইবারে পাঠাতে পারেন। অথবা আপনার রোগ বিবরণ মোবাইলে শুনলেও আমাদের অভিজ্ঞ ডাক্তারগন সহজেই রোগ ডায়াগোনিসিস করতে পারবেন ইনশাআল্লাহ।
প্রথমে টাকা পরিশোধ করে রেজিষ্ট্রেষন ফর্মটি পূরন অথবা আই ক্লিনিকের ফেইসবুক পেইজে নক করলেই হবে। এরপর আপনার সিডিউল অনুযায়ী ফেসবুক ম্যাসেঞ্জারে ডাক্তারকে ফোন দিবেন।
এটি সম্পূর্ণ অনলাইন । বিশ্বের যেকোন প্রান্ত থেকে শুধু ইন্টারনেট থাকলেই ডাক্তার দেখাতে পারবেন।
না, এটা সম্পূর্ন অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। যেটা কোন বিশেষ দল বা গুষ্টির না।
আপনি নেকাব পরেই জয়েন করতে পারেন। তবে ডাক্তারের প্রয়োজন হলে নেকাব খুলতে বললে খুললেই হবে। স্পেশালি শরয়ী পর্দা রক্ষার জন্যে আমরা মহিলা ডাক্তার দিয়ে মহিলাদের চিকিৎসা দিয়ে থাকি।
IClinic একটি সম্পূর্ন অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ হয়। আর এই সমস্ত খরচের সামান্য অংশই রোগীদের কাছ থেকে নেওয়া হয়।