ভর্তি ও অন্যান্য ফি:
বাংলাদেশী স্টুডেন্টদের জন্য:
রেগুলার ফি:
ভর্তি ফি: ১৫০০ টাকা। প্রতি বছরে একবার ভর্তি হতে হবে।
মাসিক চার্জ ৫০০/=
প্রবাসি স্টুডেন্টদের জন্য ফি:
ভর্তি ফি: ১৫০০ টাকা। প্রতি বছরে একবার ভর্তি হতে হবে।
মাসিক চার্জ ১০০০/=
যারা সবগুলো কোর্স না করে শুধুমাত্র কয়েকটি বাছাইকৃত কোর্স করতে চান তাদের জন্য ফি:
ভর্তি ফি: ১৫০০ টাকা। যা সেমিস্টারের শুরুর পূর্বেই দিতে হবে।
শুধুমাত্র এক সাবজেক্টের জন্য চার্জ মাসিক চার্জ ৫০০/=
২টা সাবজেক্টের জন্য মাসিক চার্জ: ৫০০+৩০০=৮০০/=
৩টা সাবজেক্টের জন্য মাসিক চার্জ: ৫০০+৩০০+৩০০=১১০০/=
রিফান্ড পলিসি:
ভর্তি হওয়ার পর ক্লাশ শুরু হওয়ার আগে ভর্তি ক্যান্সেল করলে ভর্তি ফি রিফান্ড করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
সেমিস্টার ফি দেওয়ার এক মাসের মধ্যে ক্যান্সেল করতে চাইলে ফি রিফান্ড দেওয়া যাবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠানের খরচ সম্পর্কে কিছু ধারনা:
IOM একটি সম্পূর্ন অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ হয়। যেমন: ছয়জন ওস্তাদের হাদিয়া, স্টাফদের বেতন, সার্ভার ভাড়া, ভার্চুয়াল ক্যাম্পাস ভাড়া, ইন্টারনেট বিল, স্ট্রিমিং সার্ভার ভাড়া, বিজ্ঞাপন ইত্যাদি। সেই হিসেবে প্রতি মাসে খরচ প্রায় লক্ষাধিক টাকা। আর এই সমস্ত খরচের সামান্য অংশই স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়।