মুফতি জুবায়ের আহমাদ
মুফতি জুবায়ের আহমদ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এবং দায়ী। বিশ্ববিখ্যাত দায়ী হযরত মাওলানা কালীম সিদ্দীকি দাঃ এর বাংলাদেশের একমাত্র খলিফা। একাধিক বিষয়ের উপর তার প্রায় ৩২ টির মত লিখিত বই বিভিন্ন অঙ্গনে সমাদৃত হয়েছে। তার লেখা বই মক্কা ও মদীনা লাইব্রেরীতে গৃহীত হয়েছে। তিনি একাধিক মাদ্রাসার সাথে জড়িত থেকে দ্বীনের কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা এর প্রিন্সিপাল। তিনি শিক্ষাগত জীবনে মেশকাত(স্নাতোক) শেষ করেছেন জামিয়া রহমানিয়া , ঢাকা থেকে। এরপর দাওরা হাদীস (মাস্টার্স) শেষ করেছেন দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়া থেকে । এছাড়াও উচ্চতর অরবী সাহিত্যের উপর তিনি উচ্চতর পড়াশোনা করেন দারুল উলুম নদওয়া, ইন্ডিয়া থেকে।
এছাড়া তুলনামূলক ধর্মতত্তের উপর পড়াশোনা করেন জামিয়া ফুলাত(কালিম সিদ্দীকি), ফুলাত, ইন্ডিয়া থেকে ।
তার প্রকাশিত সর্বাধিক পঠিত কিছু বইয়ের মধ্যেঃ
>আল কুরআনে যীশু ও খ্রিস্টধর্ম
>দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদিস
>খ্রিস্টানের গুরু যেভাবে দ্বীনের মুবাল্লিগ
>মুহাম্মদ আমের সাহেব (বলবীর সিং)-এর আত্মজীবনীমূলক সাক্ষাৎকার
>বাংলা নববর্ষ অজানা বৈশাখ
>হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি
>নবীজীর আদর্শ ও আমাদের জীবন বাস্তবতা
>দা‘য়ীয়ে ইসলাম হযরত মাওলানা কালীম সিদ্দিকী সাহেব দা.বা. এর আত্মজীবনী মূলক…
>হাদিয়ায়ে দাওয়াত
>দাওয়াতের ফিকির এবং আমলের ময়দান
>আলোর পথে
>খ্রিস্টানদের প্রশ্ন মুসলমানদের উত্তর
>বড় দিনের উপহার
>সহযোগী হও, প্রতিপক্ষ হয়ো না
জুবায়ের ভাই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য:
Principal, Founder & Faculty Head Dawah Department
Islamic Online Madrasah
ইঞ্জি: খন্দকার মারছুছ
খন্দকার মারছুছ বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন রুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে।
এরপর আইটিতে এম.এস.সি করেছেন এমআইটি থেকে।
এমবিএ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডিয়া থেকে ।
তিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, রিলায়েন্স হাই টেক লিমিটেড।
তিনি আইবির মেম্বার ২০১৩ সাল থেকে: মেম্বারশিপ নং: MIEB-M/37140
তিনি আইইই এর মেম্বার। মেম্বারশিপ নং: IEEE-90613053
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন এর মেম্বার। মেম্বারশিপ নং: IAENG-169937
এছাড়া তিনি নিম্নলিখিত ডিগ্রিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্জন করেন:
পিএলসি প্রশিক্ষণ,এইচএমআই অ্যাডভান্সড কোর্স, এনএফআই অটোমেশন থেকে , নতুন দিল্লি, ইন্ডিয়া।
স্কাডা এবং ডিসিএস অ্যাডভান্সড কোর্স, আইটি ও অটোমেশন অ্যাকাডেমি, পাকিস্তান ।
সিএনসি প্রশিক্ষণ, ন্যাশনাল অটোমেশন, পটনা, ইন্ডিয়া।
মাইক্রোকন্ট্রোলারে , ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ।
নিওমেটিক এবং হাইড্রোলিক সিস্টেম, Festo
আরডুইনো, এনএফআই অটোমেশন, নয়া দিল্লি, ইন্ডিয়া।
এবিবি ডিসিএস, ABB
সিস্কো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েটস , CISCO
মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক সহযোগী (এমটিসিএনএ), বিজয় অনলাইন ।
ব্রডব্যান্ড কমিউনিকেশন ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ, Windmill
অভিজ্ঞতা:
সিনিয়র অটোমেশন ইঞ্জিনিয়ার, হাই টেক বাংলা (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ (মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা)
অটোমেশন প্রশিক্ষক, আইইবি (ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ), রাজশাহী
চীফ টেকনিক্যাল অফিসার, ওয়েব ডেভেলপার ফেজর আইটি লিমিটেড, ঢাকা।
এছাড়া তিনি ধর্মীয় লাইনে পড়াশোনা করেন নৈশ বিভাগ, দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুর-১২।
Founder & Chairman
Islamic Online Madrasah
মুফতি আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম একজন বিখ্যাত আলেম। বর্তমানে তিনি কর্মরত আছেন তুলনামূলক ধর্মতত্ত্ব, দাওয়া বিভাগ, ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা। তিনি দাওরা হাদীস(মাস্টার্স) সম্পন্ন করেছেন হাটহাজারী মাদ্রাসা, চট্রগ্রাম থেকে। আরিফুল ইসলাম একধারে ইংলিশ ও চাইনিজ ভাষায় পারদর্শি। তিনি ইসলামী আইন অনুষদ (ইফতা)বিষয়ের উপরে পড়াশোনা করেছেন হাটহাজারী মাদ্রাসা, চট্রগ্রাম থেকে।
Lecturer
Islamic Dawah and Fiqh Departement
Islamic Online Madrasah
মাওলানা মিজানুর রহমান
মুহা. মিজানুর রহমান একজন প্রসিদ্ধ আলেম। বর্তমানে তিনি হাদিস বিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত আছেন ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদাতে। এছাড়াও তিনি শিক্ষকতা করছেন মুহাদ্দিস, মারকজুল উলূম আল ইসলামিয়া, ঢাকা। দাওরা হাদীস এর উপর তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন ভৈরব কমলপুর মাদরাসা, কিশোরগঞ্জ থেকে।
Lecturer
Aqidah Department
Islamic Online Madrasah
হাফেজ মাওলানা মামুনুর রশিদ
মুহা. মামুনুর রশিদ একজন বিখ্যাত আলেম। বর্তমানে তিনি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষা সচিব, ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদাতে। তিনি মুক্তাগাছা মাদ্রাসা, ময়মনসিংহ এর একজন প্রসিদ্ধ আলেম। তিনি জামিয়া ইসলামিয়া দরুল উলুম মাদানীয়া যাত্রাবাড়ী, ঢাকা (যাত্রাবাড়ী মাদ্রাসা) থেকে দাওরায় হাদিস এর শিক্ষালাভ করেছেন । তিনি আবু বকর মাদ্রাসা, যাত্রাবাড়ী থেকে উচ্চতর আরবী সাহিত্য শিক্ষালাভ করেছেন।
Lecturer
AL-Quran Department
Islamic Online Madrasah
হাফেজ মাওলানা মোঃ শারাফাত করীম
মোঃ শারাফাত করীম একজন বিখ্যাত আলেম। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন , ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদাতে। তিনি হেফজ শেষ করেছেন নূরানীয়া হাফেজীয়া-ফরিদগঞ্জ, চাদপুর থেকে। তিনি জালালাইন পর্যন্ত পড়াশোনা করেন মাওলানা আবু তাহার মেসবাহ সাহেবের মাদরাসতুল মদীনাহ-ঢাকা থেকে। এরপর দাওরায়ে হাদীস শেষ করেন জামিয়া ইসলামীয়া ফরিদাবাদ, ঢাকা থেকে। এরপর তাফসীর শেষ করেন মারকাযুল উলুম আল ইসলামীয়া ঢাকা থেকে।
দাওয়া কোর্স করেন ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা থেকে।
Lecturer
Arabic Department
Islamic Online Madrasha
মাওলানা আলী হোসেন
মোঃ আলী হোসনে একজন বিখ্যাত আলেম। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন , ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদাতে। তিনি দওরাহ হাদিস শেষ করেন। তিনি দাওয়া কোর্স করেন ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা থেকে।
Lecturer
Dawah Department
Islamic Online Madrasah
মাওলানা রাহাত আহমেদ
মাওলানা রাহাত আহমেদ দাওরা হাদিস সম্পন্ন করেন জামিয়া নূরিয়া ইসলামিয়া , কামরাঈীর চর, ঢাকা (হাফেজী হুজুরের মাদ্রাসা) থেকে। এছাড়া তিনি দাওয়া কোর্স করেন ইসলামী দাওয়াহ ইন্সটিউট, মান্ডা, মতিঝিল থেকে।
Lecturer
Islamic Online Madrasah
মুফতী ইমদাদুল হক
মুফতী ইমদাদুল হক দাওরায়ে হাদীস ও তাখাচ্ছুস ফিল ফিকহ (ফিকহ অনার্চ) সম্পন্ন করেন জামেয়া কাসিমূল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহ সিলেট থেকে।
তিনি ইতিপূর্বে মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন ঢাকা উত্তর রানাপিং আরাবিয়্যাহ মাদরাসা,গোলাপগঞ্জ।
এবং জামেয়া হুসাইনিয়া মতিনিয়া হেতিমগঞ্জ মাদরাসা।
বর্তমানে তিনি মুহাদ্দিস ও মুফতী হিসেবে আছেন জ্বালালপুর ক্বাসিমূল উলূম মাদরাসা,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এবং ইমাম ও খতিব হিসেবে আছেন পল্লীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মনজিদ,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এছাড়া তিনি ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক।
এছাড়া জনপ্রিয় ও গ্রহণযোগ্য ফেকহী ফেইসবুক গ্রুপ দৈনন্দিন জিজ্ঞাসাঃশরয়ী সমাধান, এর মুফতী ও এডমিন প্যানেলের সদস্য।
Lecturer
Fiqh Department
&
Admin
www.ifatwa.info
Islamic Online Madrasah
ইঞ্জি: কবির আনোয়ার
কবির আনোয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে।
এরপর ৪ বছরের ব্যাচেলর ড্রিগ্রি শেষ করেন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি থেকে।
তিনি বর্তমাতে আরবী সাহিত্য ও ভাষার উপরে লেকচারার হিসেবে আছেন আইআইআরটি নামক একটা প্রতিষ্টানে।
এছাড়া কর্ম জীবনে ডেপুটি মেনেজার হিসেবে আছেন, জিএমজি গ্রুপে।
Lecturer
Seerah Department
Islamic Online Madrasah
ডা: নিশাত তামমিম
ডা: তামমিম MBBS শেষ করেছেন Rajshahi Medical College Hospital(RMC) থেকে।
এরপর ৪ বছরের ব্যাচেলর ড্রিগ্রি শেষ করেন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি(IOU) থেকে।